লকডাউনে থাকা বিশ্ববাসীর জন্য আইসিসির অভিনব পদক্ষেপ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব রীতিমত স্থবির হয়ে আছে। ভয়ঙ্কর এই ভাইরাসের থেকে বাঁচতে অধিকাংশ মানুষ কাটাচ্ছে লকডাউন অবস্থায়। এই পরিস্থিতিতে ক্রিকেট প্রেমীদের আমোদিত করতে নতুন পদক্ষেপ হাতে নিয়েছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজস্ব আর্কাইভে সংগৃহীত থাকা দুর্লভ সব ম্যাচ ফুটেজ ব্রডকাস্টিং পার্টনারদের কাছে উন্মুক্ত করে দিয়েছে আইসিসি। ক্রিকেট বিশ্বে গত ৪৫ বছরের মধ্যে ঘটে যাওয়া নানা স্মরণীয় ঘটনা এবং মুহূর্তের ছবি থাকছে এখানে।

একই সঙ্গে ক্রিকেটের হাইলাইটস এবং আইসিসির তৈরিকৃত ফিল্মও দেখার সুযোগ থাকছে ক্রিকেট প্রেমীদের। আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি এরই মধ্যে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান উদ্ভূত পরিস্থিতিতে ক্রিকেট প্রেমীদের অসামান্য কিছু মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিতে চায় আইসিসি।
সোহনি বলেন, 'আমরা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে অস্থির একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আগের চেয়ে বেশি সম্পৃক্ত থাকতে হবে আমাদের। এখন বিশ্বের কোথাও কোনো ক্রিকেট ম্যাচ সরাসরি সংঘটিত হচ্ছে না। আমরা মনে করি আমাদের পরবর্তী সেরা সিদ্ধান্ত হচ্ছে ব্রডকাস্ট পার্টনারদের কাছে আর্কাইভ উন্মুক্ত করে দেয়া যেন ক্রিকেটপ্রেমীরা অসামান্য কিছু মুহূর্ত উপভোগ করতে পারে।'
ব্রডকাস্টারদের কাছে উন্মুক্ত করে দেয়া আইসিসির এই আর্কাইভে থাকবে ২০০৪, ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। একই সঙ্গে ২০০৭ থেকে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোও থাকবে এখানে।