promotional_ad

নার্স-চিকিৎসকদের উদ্দেশ্যে কেন উইলিয়ামসনের খোলা চিঠি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মরণব্যাধি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো দুনিয়া। বিশ্বের সব স্পোর্টিং ইভেন্টও বন্ধ। করোনার প্রভাবে সারাবিশ্বে নেমে এসেছে বিপর্যয়। বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।


এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ হাজারের বেশি মানুষ। তবে করোনা প্রতিরোধে অনেকটাই সফল নিউজিল্যান্ড। দেশটিতে এখন পর্যন্ত ২৮৩ জন করোনায় আক্রান্ত হলেও মারা যাননি কেউ।


সুস্থ হয়ে ২৭ জন ফিরে গেছেন বাড়িতে। এমন অসাধারণ কাজের পুরো কৃতিত্ব নিউজিল্যান্ডের নার্স-চিকিৎসকদের। নিউজিল্যান্ড জাতীয় দলের অধিনায়ক কেন উইলিয়ামসন এমনটাই মনে করেন। 



promotional_ad

ডানহাতি এই ব্যাটসম্যানের মতে ক্রিকেটাররা নয়, সত্যিকারের চাপ মাথায় নিয়ে কাজ করেন নার্স-চিকিৎসকরাই। তাই দেশের চিকিৎসক-নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন উইলিয়ামসন। 


চিঠিতে উইলিয়ামসন লিখেছেন, ‘প্রিয় ডাক্তার, নার্স এবং সেবাদানকারীরা, গত কয়েকদিনের ঘটনাক্রম একটা জিনিস পরিষ্কার করেছে যে, আমরা এখন সবাই স্বাস্থ্য নিরাপত্তাহীনতায় ভুগছি। যা আগে কখনও দেখা যায়নি। এতে কোনো সন্দেহ নেই যে, এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে ওঠার পর যে সময়টা আসবে- তা অনেক বেশি আনন্দের।


আমরা কৃতজ্ঞ যে, আপনারা আমাদের পাশে আছেন। মানুষ সবসময় বলে ক্রীড়াবিদদের অনেক চাপ মাথায় নিয়ে পারফর্ম করতে হয়। তবে সত্যিটা হলো আমরা জীবিকার জন্য ভালোবাসার কাজটা করি। আমরা শুধু খেলাটা খেলি।


সত্যিকারের চাপ হলো মানুষের জীবন বাঁচাতে কাজ করা। সত্যিকারের চাপ হলো নিজের নিরাপত্তাকে ঝুঁকির মুখে রেখে অন্যের জন্য কাজ করে যাওয়া, অন্যের নিরাপত্তাকে প্রাধান্য দেয়া। আগামী কয়েক সপ্তাহ কিংবা মাস, আপনাদের এই কাজটিই করতে বলা হবে।



এটা এমন একটা দায়িত্ব, যা সেরা মানুষরাই শুধু পালন করতে পারে। তারাই পারে যারা মহৎ উদ্দেশ্যে অন্য সব কিছুকে তুচ্ছ করতে পারে। একজন ক্রিকেটার হিসেবে আমরা জানি পুরো দেশের সমর্থন সঙ্গে থাকা কতটা আনন্দের। 


একইভাবে আমি বলতে চাই, আপনাদের জেনে রাখা উচিৎ, আপনারা কখনওই একাই নই। আমরা আপনাদের জানাতে চাই পুরো দেশ রয়েছে আপনাদের পেছনে। আপনাদের কারণেই এ সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠবো আমরা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball