করোনা ঝুঁকিতে ডি কক-ডু প্লেসিরা?

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
মার্চের শুরুতে ভারত সফরে আসে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেই সফরে লখনউতে একটি হোটেলে অবস্থান করেছিল কুইন্টন ডি ককের দল। একই হোটেলে অবস্থান করেছিলেন ভারতীয় শিল্পী কনিকা কাপুর। সম্প্রতি জানা গেছে, কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন কনিকা।
১১ মার্চ থেকে সেই হোটেলে ছিলেন কনিকা। ডি ককের দল সেখানে পৌঁছে ১৩ই মার্চ। হোটেলের বাফেট ডাইনে অংশ নেন কনিকা। এছাড়াও অনেকের সঙ্গেই সামাজিক যোগাযোগ রক্ষা করেন তিনি।

প্রোটিয়া কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও পরিচিত হন তিনি। ভারতের শীর্ষস্থানীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার একটি খবরে এসেছে এমনই এক তথ্য।
অবশ্য প্রোটিয়া কোনো ক্রিকেটার কনিকার সঙ্গে করমর্দন করেছেন কিনা এমন কিছুর নিশ্চয়তা পাওয়া যায়নি। ভিডিও ফুটেজ দেখে কনিকার আশপাশের মানুষদের সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে হোটেল কতৃপক্ষ।
ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর করোনাভাইরাসের প্রকোপের কারণে পুরো সিরিজটি বাতিল করে দুই দেশের ক্রিকেট বোর্ড।
দেশে ফেরার পর ক্রিকেট বোর্ডের নির্দেশে ১৪ দিনের সেলফ আইসোলেশনে আছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।