করোনায় আক্রান্ত স্কটল্যান্ডের ক্রিকেটার

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন স্কটল্যান্ডের সাবেক অফস্পিনার মজিদ হক। কোভিড-১৯ টেস্টে ইতিবাচক ধরা পড়েছে তাঁর। এমন সংবাদ নিজেই দিয়েছেন মজিদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেন, "করোনাভাইরাসে ইতিবাচক হওয়ার পর বাসায় ফিরছি। আশা করি দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারব।

হাসপাতালের কর্মীরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। তাদের অশেষ ধন্যবাদ। যারা আমার সুস্থতা কামনা করে আমাকে বার্তা পাঠিয়েছেন, তাদেরও ধন্যবাদ।"
শুক্রবার সকাল পর্যন্ত রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালে ভর্তি ছিলেন ৩৭ বছর বয়সী মজিদ। টানা কয়েকদিন সেবা পাওয়ার পর চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় ফিরে যান তিনি।
স্কটল্যান্ডের হয়ে ৫৪টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি খেলা মজিদ ছাড়াও স্কটল্যান্ডে আরও ২৬৫ জন মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। এদের অনেকেই হাসপাতালে আছেন। কেউ হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন।