টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরির সামর্থ্য আছে রোহিতের!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর সামর্থ্য আছে রোহিত শর্মার, এমনটা মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ। ভারতীয় ওপেনারের ক্রিকেটীয় দর্শন মুগ্ধ করেছে হগকে।
সম্প্রতি তিনি বলেন, 'আমার মনে হয় রোহিতই কেবল ডাবল সেঞ্চুরির যোগ্য। তাঁর স্ট্রাইক রেট ভালো, টাইমিং ভালো, ক্রিকেটিং শট ভালো এবং সে মাঠের সবদিকে ছক্কা হাঁকাতে পারে।'

ভারতের হয়ে এখন পর্যন্ত ৯৪টি টি-টোয়েন্টি খেলেছেন রোহিত। ৩২.৩৭ গড়ে এবং ১৩৭.৬৮ স্ট্রাইক রেটে মারকুটে এই ওপেনার করেছেন দুই হাজার ৩৩১ রান। সেঞ্চুরি করেছেন চারটি ও হাফ সেঞ্চুরি করেছেন ১৬টি।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কোনো ডাবল সেঞ্চুরি হয়নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৭২ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৭৬ বলে এই রান করেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৬৬ বলে ১৭৫ রান করেন গেইল।
আন্তর্জাতিক ওয়ানডেতে রেকর্ড তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত। এ কারণেই হগের নজরে অন্যান্যদের থেকে অনেক এগিয়ে তিনি।