প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তমঃ কোহলি
ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বব্যাপি ছড়িয়েছে করোনাভাইরাস আতঙ্ক। তেমনভাবে ভারতেও বিস্তার লাভ করেছে এ ভাইরাসটি। এ ভাইরাস থেকে দেশবাসীকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
বিশ্বজুড়ে এখনো পর্যন্ত প্রায় ৪০০০ মানুষের প্রাণহানি হয়েছে করোনাভাইরাসের ফলে। ভারতে ইতোমধ্যে এ ভাইরাসে ৮০ জন সংক্রমিত হয়েছে, পাশাপাশি দুটি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

করোনাভাইরাস নিয়ে টুইটারে বিরাট কোহলি লিখেছেন, ‘আসুন আমরা সবাই মনোবল শক্ত রাখি এবং সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করি।’
তিনি আরও বলেন, ‘নিরাপদ থাকুন, সজাগ থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। দয়া করে সবাই সাবধানে থাকবেন।’
করোনাভাইরাস আতঙ্কে নিজেও সাবধানতা অবলস্বন করছেন কোহলি। শুক্রবার (১৩ মার্চ) লখনউ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় মুখে মাক্স পরিহিত অবস্থায় দেখা যায় এ ডানহাতি ব্যাটসম্যানকে।
করোনাভাইরাসের জন্য স্থগিত করা হয়েছে এ বছরের অনেক আর্ন্তজাতিক এবং ফ্রাঞ্চাইজি লিগ। তেমনিভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও স্থগিত করেছে বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া।