ম্যাক্সওয়েলের চোখ নিউজিল্যান্ড সিরিজে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরি কাটিয়ে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজে দলে থাকার ব্যাপারে আশাবাদী এই তারকা ক্রিকেটার।
জাতীয় দলের হয়ে ম্যাক্সওয়েল শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন গেল বছরের অক্টোবরে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন এই অজি অলরাউন্ডার।

অবসাদ কাটিয়ে বিগ ব্যাশের ২০১৯-২০ মৌসুমে মেলবোর্ন স্টারসের অধিনায়ক হিসেবে ক্রিকেটাঙ্গনে আবার পা রাখেন ম্যাক্সওয়েল। কিন্তু সে সময়ও সম্পূর্ণ ফিট ছিলেন না তিনি, ভুগছিলেন কনুয়ের ইনজুরিতে।
তা স্বত্বেও সেই চোট অগ্রাহ্য করে খেলে গিয়েছেন অজি এই তারকা ক্রিকেটার। যার খেসারত তাঁকে দিতে হয়েছে সার্জারির মাধ্যমে। আর এই সার্জারি তাঁকে ক্রিকেট থেকে ছিটকে দিয়েছে ছয় থেকে আট সপ্তাহের জন্য।
সম্প্রতি ক্রিকেট ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল জানান, ‘আমি এখনও আশাবাদী নিউজিল্যান্ডের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে এবং আমি যদি এর জন্য প্রস্তুত হয়ে যাই তবে আমি মনে করি এটা আসন্ন আইপিএলে এবং বিশ্বকাপে প্রভাবক হিসেবে কাজ করবে। আমি চেস্টা করছি পর্যাপ্ত পরিমাণে টি-টোয়েন্টি খেলে নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে।'
তিনি আরও বলেন, ‘যখন আমি জানতে পারি যে আমার আমাকে সার্জারি করাতে হবে, তখন থেকেই আমি পরিকল্পনা করতে শুরু করি কিভাবে আমি আমার বছরটাকে চাই এবং কিভাবে আমি আমার কনুইটাকে ঠিক করতে পারি। ... এটা আমার ফেরার দিনে চালিকা শক্তি হিসেবে কাজ করবে।'
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাক্সি। যেখানে তাঁর সংগ্রহ ৩৫.০২ গড়ে ১৫৭৬ রান। আর বল হাতে ৭.৪৮ ইকোনোমি রেটে নিয়েছেন ২৬টি উইকেট। সেই সঙ্গে নিজের ঝুলিতে পুরেছেন ৩টি শতক এবং ৭টি অর্ধশতক।