একজন 'ধোনির' খোঁজে ল্যাঙ্গার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাদা বলের ক্রিকেটে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সেরা ফিনিশার হিসেবেই জানেন সবাই। এজন্যই সীমিত ওভারের ক্রিকেটে ধোনির মতো কাউকেই খুঁজছেন অস্ট্রেলিয়ান প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।
এর আগে অস্ট্রেলিয়া দলে মাইক হাসি এবং মাইকেল বেভানের মতো তারকা ক্রিকেটাররা ফিনিশারের ভূমিকা পালন করতেন। তাঁদের অবসরের পর একজন আদর্শ ফিনিশারের খোঁজে হন্যে হয়ে আছে অস্ট্রেলিয়া।

আইসিসির এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, 'এর আগে আমরা ভাগ্যবান ছিলাম, কারণ আমাদের দলে মাইক হাসি এবং মাইকেল বেভানের মতো ক্রিকেটার ছিল।তারা ফিনিশার হিসেবে দক্ষ ছিল। এমএস ধোনিও একজন দক্ষ ফিনিশার। ইংল্যান্ডের জস বাটলারও তাঁর দলের দারুণ একজন ফিনিশার। আমরা যেটা বুঝতে পারলাম যে প্রত্যেক দলই একজন দক্ষ ফিনিশার খোঁজে।'
ল্যাঙ্গারের মতে প্রত্যেক ব্যাটসম্যানেরই ফিনিশার হওয়ার সুযোগ রয়েছে। আর এই সুযোগ সৃষ্টি হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেই। তাঁর বিশ্বাস এই সিরিজেই সেরা ফিনিশার পেতে পারে অস্ট্রেলিয়া।
অজি কোচ বলেন, 'কোনো ব্যাটসম্যানকেই এখন পর্যন্ত এই ভূমিকায় দেখা যায়নি। তাই নয় কি? তবে দলের অনেক ব্যাটসম্যানের সুযোগ আছে ফিনিশার হিসেবে নিজেদের প্রমাণ করার।'
গত বছর থেকে এখন পর্যন্ত ১৩ জন ব্যাটসম্যান ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে ৪ থেকে ৭ নম্বর পজিশনে খেলেছেন, তার মধ্যে নয়জন ব্যাটসম্যান ৬ নম্বরে খেলেন। গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টয়নিস পাঁচটি ম্যাচে ৬ নম্বর পজিশনে খেলেছেন। কিন্তু ভালো পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন তাঁরা।