promotional_ad

বাউচারের 'মধুর' মাথা ব্যাথার কারণ ডু প্লেসি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারত সফরে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক মধুর মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন মার্ক বাউচারের। সেরা একাদশ সাজাতে হিমশিম খাচ্ছেন প্রোটিয়া প্রধান কোচ।  


২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর মাঠে নামেনি ডু প্লেসি। বিশ্রামে ছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও। সেই সঙ্গে প্রোটিয়া দলের নেতৃত্বও ছেড়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুইন্টন ডি কক। 



promotional_ad

দেশের হয়ে ১১২টি ম্যাচে নেতৃত্ব দিলেও অভিজ্ঞ এই ক্রিকেটার ভারতের বিপক্ষে খেলবেন কিনা সেটা নিয়ে রয়েছে সংশয়। ১২ মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ওয়ানডে সিরিজটি। এর আগে বাউচার জানিয়েছেন, ভ্যান ডার ডাসেন এবং ডু প্লেসিকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকার কথা। 


বাউচার বলেন, 'প্লেসিসের ফেরাটা দলের জন্য একটি ইতিবাচক দিক। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি সে অনেক অভিজ্ঞও। আমরা জানি ভারতের মাটিতে ডু প্লেসিসের পরিসংখ্যান কেমন। আমরা এখন কন্ডিশন এবং দলের কম্বিনেশন অনুযায়ী তাঁকে দলে রাখার চেষ্টা করবো।'


তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২ মার্চ।  দ্বিতীয় ম্যাচটি হবে ১৫ মার্চ লাখনাওতে এবং সিরিজের শেষ ম্যাচটি হবে ১৮ মার্চ ইডেন গার্ডেন্সে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball