ফিঞ্চদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল দক্ষিণ আফ্রিকা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়াদের কাছে রীতিমত নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ জিতলেও ওয়ানডে সিরিজে একেবারেই পাত্তা পায়নি অজিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ তে আগেই নিজেদের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বাকি ছিল শুধু অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবানো।
এবার সেই লক্ষ্যও সফল হয়েছে কুইন্টন ডি ককদের। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে অ্যারন ফিঞ্চদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার দেয়া ২৫৪ রানের লক্ষ্য এদিন ২৭ বল হাতে রেখেই টপকে যায় ডি ককবাহিনী। দলের পক্ষে দারুণ ব্যাটিং করেছেন জন স্মুটস, হেনরিক ক্লাসেন এবং কাইল ভেরেইন।
৯৮ বলে ৮৪ রানের দায়িত্বশীল একটি ইনিংস উপহার দেন ৩১ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার স্মুটস। অপরদিকে ইনিংসের শেষ পর্যন্ত ৬৩ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন ক্লাসেন। এছাড়া মাত্র তিন নম্বর ওয়ানডে খেলা ডানহাতি ব্যাটসম্যান ভেরেইন ৫০ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন পেসার জস হ্যাজেলউড। আর একটি করে উইকেট নেন কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা।

হোয়াইটওয়াশ এড়ানোর এই ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। এরপর খেলতে নেমে মার্নাস ল্যাবুশেনের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে সফরকারী অস্ট্রেলিয়া। ১০৮ বলে ১০৮ রান করেন ল্যাবুশেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে ডার্সি শর্টের ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন অ্যানরিক নর্টজে এবং জন স্মুটস। ২টি করে উইকেট শিকার করেন তাঁরা। এছাড়া একটি করে উইকেট নেন ড্যারেন ডুপাভিলন এবং আন্দিল ফেহলুকায়ো।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২৫৭/৭ (৫০ ওভার) (ল্যাবুশানে ১০৮, শর্ট ৩৬; নর্টজে ২/৩৫, স্মুটস ২/৪২)
দক্ষিণ আফ্রিকাঃ ২৫৮/৪ (৪৫.৩ ওভার) (স্মুটস ৮৪, ক্লাসেন ৬৮*; হ্যাজেলউড ২/৩৭, জাম্পা ১/৪৫)