promotional_ad

অবসর নিলেন রঞ্জির মহানায়ক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ওয়াসিম জাফর। ভারতের এই টপ অর্ডার ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা সময় ধরে দূরে থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে যান। প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ কিছু অনবদ্য রেকর্ড করেছেন ৪২ বছর বয়সে অবসর নেয়া জাফর। বিশেষ করে রঞ্জি ট্রফিতে বেশ কিছু অনবদ্য রেকর্ডের মালিক তিনি।


রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ (১৫৬টি) খেলেছেন তিনি। এই আসরে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। করেছেন ১২ হাজার ৩৮ রান।



promotional_ad

রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৪০টি) ও ক্যাচ (২০০টি) লুফে নেয়ার রেকর্ডটিও তাঁর দখলে। এছাড়া দুলিপ ট্রফিতে দুই হাজার ৫৪৫ ও ইরানি কাপে এক হাজার ৯৪ রান করেন তিনি, যা এই দুই টুর্নামেন্টে সর্বোচ্চ রান।


সবমিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৭টি সেঞ্চুরি ও ৯১টি হাফ সেঞ্চুরিসহ ১৯ হাজার ৪১০ রান করেন জাফর। সুনিল গাভাস্কার, শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণের পর প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর রানই সবচেয়ে বেশি।


ভারতের জাতীয় দলের হয়ে ২০০৮ সালে শেষ ম্যাচ খেলা জাফর মোট ৩১টি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন। করেছেন পাঁচটি সেঞ্চুরি ও দুটি ডাবল সেঞ্চুরিসহ এক হাজার ৯৪৪ রান। আইপিএলে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে।



গতবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিশেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন জাফর। তাঁর অধীনে ছিল বিসিবির হাই পারফরম্যান্স ক্যাম্প।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball