বাটলারের ব্যাটিং গড় নিয়ে ফারব্রেসের প্রশ্ন
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের নিয়মিত টেস্ট উইকেটরক্ষক হিশেবে জস বাটলারকে চান দলটির সাবেক কোচ পল ফারব্রেস। তবে বাটলারের সাম্প্রতিক ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আছেন ফারব্রেস। বাটলারের টেস্ট ব্যাটিং গড় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
২০১৪ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৪১টি টেস্ট খেলেছেন বাটলার। ৩১.৭৪ গড়ে ২১২৭ রান করেছেন তিনি। যেখানে ১৫টি হাফ সেঞ্চুরির পাশে আছে একটি সেঞ্চুরি।

টেস্টে শেষ দশটি ইনিংসে কোনো হাফ সেঞ্চুরিও করেননি ২৯ বছর বয়সী বাটলার। সর্বোচ্চ রান ৪৭। সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ফর্মে থাকা বাটলারের টেস্ট পারফরম্যান্সে হতাশ ফারব্রেস।
মিডিয়াকে বলেন, 'আমি বাটলারকে নিয়ে চিন্তিত। আমি মনে করি বাটলারকে ইংল্যান্ডের কিপার হিশেবে জায়গা ধরে রাখতে হবে। কিন্তু সেও জানে, কোনো অবদান রাখা ছাড়া সে দলে স্থায়ী হবে না।
আমি নিজেও শ্রীলঙ্কা সিরিজে তাঁকে রাখতাম, কিন্তু তাঁর রান করতে হবে। যদি রান না করে তাহলে তাঁকে সরে দাঁড়াতে হবে।তাঁর মতো একজন ক্রিকেটারের ৪০ ম্যাচ পরবর্তী গড় কেমন হওয়া উচিত? এটা চল্লিশের বেশি হওয়া উচিত। গড় যেখানে থাকার দরকার তাঁর চাইতে অনেক নিচে আছে এখন।'