ফাইনালের পরিকল্পনা কি ছিল, জানালেন আকবর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে মাত্র ১৭৭ রানে অলআউট করে দিয়েছিল বাংলাদেশের যুবারা। কিন্তু ভারতের দারুণ বোলিংয়ের সামনে এই স্বল্প রান পাড়ি দিতেও বেশ বেগ পেতে হয় আকবর আলীদের।
১৭৮ রানের লক্ষ্যে খেলতে নামার পর ১০২ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বসে তারা। সেসময় মনে হচ্ছিল বুঝি আরেকটি তীরে এসে তরী ডুবানোর গল্প লিখতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হতে দেননি অধিনায়ক আকবর। ৭৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলকে প্রথম শিরোপা এনে দেন তিনি।

২৫ বলে ৯ রান নিয়ে আকবরের সঙ্গে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটসম্যান রকিবুল হাসান। রানের পেছনে না ছুটে সেসময় উইকেটে টিকে থাকার প্রতি বেশি জোর দেন আকবর। সঙ্গী রকিবুলকেও একই পরামর্শ দেন তিনি।
সেই মোতাবেক খেলেই শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতে বাংলাদেশের যুবারা। বিকেএসপির সম্বর্ধনা অনুষ্ঠানে এসে ফাইনালের সেই মুহূর্তের স্মৃতিচারণ আরও একবার করেন আকবর। দ্রুত উইকেট হারানোর পর নিজেদের পরিকল্পনা কি ছিল সেটাও উল্লেখ করেন তিনি।
যুব দলের অধিনায়ক বলেন, 'সেখানে (ফাইনালে) আসলে প্ল্যানিংটা খুব সিম্পল ছিল। আমাদের মধ্যে যারা ব্যাটিং করছিলাম তাঁদের প্ল্যানিং ছিল যে উইকেটে থেকে একটা করে রান নেয়া। কারণ তখন বলের কোনো ঘাটতি ছিল না। আমার মনে হয় সেটাই কাজে দিয়েছে যে বেশিদূর না ভেবে শুধু বল বাই বল খেলাটা।'