ওয়ানডেতে ফিরলেন মহারাজ, বিশ্রামে থাকছেন ডু প্লেসি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলে দীর্ঘ দিন পর ফিরেছেন স্পিনার কেশব মহারাজ।

২০১৮ সালে সর্বশেষ ওয়ানডে খেলা এই বাঁহাতি স্পিনার সম্প্রতি ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে আবারো নির্বাচকদের রাডারে এসেছেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট লিগ মোমেন্টাম ওয়ানডে কাপে ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন ৩০ বছর বয়সী মহারাজ। দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছেন মহারাজ। ।
এদিকে মহারাজ ফিরলেও থাকছেন না সদ্য সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। ইংল্যান্ডের বিপক্ষে গত ওয়ানডে সিরিজেও বিশ্রামে ছিলেন তিনি। ডু প্লেসি ছাড়াও বিশ্রাম দেয়া হয়েছে রাসি ফন ডার ডাসেন এবং ডুয়াইন প্রিটোরিয়াসকে। অন্যদিকে ১৯ বছর বয়সি থান্ডো এনটিনি এবং জুবায়ের হামজাকে বাদ দিয়েছেন নির্বাচকরা।
এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে বাদ পড়া টেম্পা বাভুমা ফিরেছেন এই সিরিজে। তাঁর সঙ্গে হিপ ইনজুরি থেকে সেরে আসা হেনরিচ ক্লাসেনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক এবং অধিনায়ক), টেম্বা বাভুমা, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, আন্দিলে ফেহলুকায়ো, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিদি, বিউরান হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, ইয়ানেমান মালান, জন-জন স্মাটস, এনরিক নরকিয়া, লুথো সিম্পালা, কেশব মহারাজ, কাইল ভেরেইন।