promotional_ad

দেড় বছর পর ফিরলেন রাসেল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন এই দলে প্রায় দেড় বছর পর ফিরেছেন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। 


২০১৮ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন রাসেল। এরপর গত বছর ওয়ানডে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তিনি। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেন ৩১ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।   



promotional_ad

রাসেলের পাশাপাশি দলে ফিরেছেন ওশান থমাস এবং শিমরন হেটমায়ার। সম্প্রতি এক গাড়ি দুর্ঘটনার শিকার হন ২৩ বছর বয়সী থমাস। তবে এরই মধ্যে সুস্থ হয়ে উঠায় তাঁকে স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা।   


এদিকে পুরোপুরি ফিট না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে জায়গা হয়নি বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান শিমরন হেটমায়ারের। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলে আসন্ন সিরিজে খেলতে বাঁধা থাকছে না তাঁর।  


শ্রীলঙ্কার মাটিতে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ শেষে আগামী মাসে দুটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মার্চ। এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। 



ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডঃ 


কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, শাই হোপ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, কেসরিক উইলিয়ামস। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball