টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বিতরণ নিয়ে অসন্তুষ্ট উইলিয়ামসন
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বিতরণ নিয়ে সন্তুষ্ট নন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সিরিজ অনুযায়ী পয়েন্ট বিতরণে আরও উন্নতি সম্ভব বলে মনে করছেন উইলিয়ামসন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিয়ম অনুযায়ী দুই টেস্ট ম্যাচের সিরিজে বিজয়ী দল ম্যাচ প্রতি ৬০ পয়েন্ট লাভ করে। আবার পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে দেখা যায় কোন দল জিতলে বা হারলে তারা ২৪ পয়েন্ট পায় বা হারায়।

উইলিয়ামসন বলেন, 'আমার মনে হয় সেখানে (অ্যাশেজ সিরিজ) পয়েন্ট যেভাবে ভাগ হয়েছে সেটা সঠিক নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সঠিক পদক্ষেপের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এটা এখন সঠিকভাবে নেই। কিন্তু প্রথম এক-দুই বছর পর এটাকে সুন্দর করার আরও অনেক উপায় আছে।'
বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে ভারত। সাত ম্যাচে ৩৬০ পয়েন্ট পেয়েছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও ড্র বা পরাজয় বরণ করতে হয়নি ভারতকে।
এদিকে দশটি টেস্ট ম্যাচ খেলে ২৯৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। মাত্র ৬০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে নিউজিল্যান্ড।