যুব বিশ্বকাপ জয়ী কোচের দায়িত্বে অনূর্ধ্ব-২১ দল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চুক্তি অনুযায়ী ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করার কথা ছিল নাভিদ নাওয়াজের। কিন্তু বিশ্বকাপ জয়ের পর শ্রীলংকার এই কোচকে রেখে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আনুষ্ঠানিকভাবে না জানালেও বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নাওয়াজকে দুই রকমের প্রস্তাব দেয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতে বাড়ি ফেরার পর বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, অনূর্ধ্ব-২১ ইউনিট গঠন করতে যাচ্ছে বিসিবি। বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররাই খেলবেন এই দলের হয়ে।

সেই হিসেবে নাভিদ নাওয়াজকে এই দলের সঙ্গে থাকার জন্য প্রস্তাব দিয়েছে বোর্ড। এছাড়া বিদেশি আরও কয়েকজন কোচকে অনূর্ধ্ব-২১ দলের দায়িত্ব দেখা যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
ক্রিকফ্রেঞ্জিকে সুজন বলেন, `আমরা নাভিদকে প্রস্তাব দিয়েছি অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে কাজ করার জন্য। সে চাইলে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও থাকতে পারে। যেহেতু সে আকবরদের নিয়ে এতোদিন কাজ করেছে। ওদের সম্পর্কে সব জানা আছে তার।'
`তাই আমরা চাইছি বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটারদের সামনে এগিয়ে নিতে নাভিদ আরও সাহায্য করুক। এছাড়া আমরা আরও কয়েকজন বিদেশি কোচকে এই দলের সঙ্গে কাজ করার জন্য নিয়োগ দিতে পারি।' আরও যোগ করেন সুজন।
অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়েই অনূর্ধ্ব-২১ এর ইউনিট করা হচ্ছে। এই ইউনিটকে বিশেষ ট্রেইনিংয়ের মধ্যে রাখবে বিসিবি। প্রতি মাসে এক লক্ষ টাকা করে বেতন দেয়া হবে।
পাপন বলেছিলেন, `আগামি দুই বছর ওদের আমরা বিশেষ ট্রেইনিংয়ের ব্যবস্থা করে দেব। দুই বছর ওরা এক লক্ষ্য টাকা করে বেতন পাবে, যেটা আগে কখনো হয়নি। এবার দিব।'
`দুই বছর পর চুক্তি নবায়ন করা হবে। যদি দেখি কেউ ভালো করছে না বা বিচ্যুতি ঘটেছে, তাহলে তাকে বাদ দিয়ে দেব। বোর্ড থেকে আমরা এটাই ঠিক করেছি।' বলেছেন পাপন।