ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফরে খেলবেন না গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের পরিবর্তে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মারকুটে ব্যাটসম্যান ডার'সি শর্ট।
কুনুইয়ের ইনজুরির কারণে এই সফরে দলে থাকবেন না ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসরে খেলার সময় বাম হাতের কুনুইতে চোট পান তিনি।

এরপর এক্স-রে রিপোর্ট সন্তোষজনক আসেনি ৩১ বছর বয়সী এই অলরাউন্ডারের। কুনুইয়ের জয়েন্টে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অস্ত্রোপচার করাবেন ম্যাক্সওয়েল।
তারপর অবশ্য বিশ্রামে থাকবেন তিনি, থাকতে হবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেও। সবমিলিয়ে ছয় থেকে আট সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২১ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ ফেব্রুয়ারি।