ভুল করার পর টনক নড়লো বিসিবির

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন যুব দলের অধিনায়ক আকবর আলী। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দেন তিনি। অথচ সেই আকবরই কিনা উপেক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে!
মূল ঘটনা একটি ব্যানার নিয়ে। আকবর আলী-মাহমুদুল হাসান জয়দের বিসিবি একাডেমি মাঠে সংবর্ধনা দিতে চায় বিসিবি। এর জন্য বিসিবি ভবনে লাগানো হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন লেখা বিশাল এক ব্যানার। অবাক করা ব্যাপার হলো এই ব্যানারে ফাইনালের জয়ের নায়ক আকবরেরই ছবি ছিল না!

অবশ্য এর কিছুক্ষণ পর বিষয়টি নজরে আসে বিসিবির। টনক নড়ার পর আকবরের ছবি সম্বলিত নতুন একটু ব্যানার পুনরায় বিসিবি ভবনে টাঙ্গানো হয়। কিন্তু এর মাঝে যা হওয়ার হয়ে গেছে। গণমাধ্যমে বিসিবির এই ভুল ছড়িয়ে পড়ায় বোর্ডের সমালোচনা করছেন অনেকেই।
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশে ফিরবে আকবরবাহিনী। এরপর বিসিবির পক্ষ থেকে তাদেরকে দেয়া হবে সম্বর্ধনা। সোহরাওয়ার্দী উদ্যানেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হবে তাদের।
এই বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, `১২ তারিখে সকালে তারা আসবে এবং আমরা এয়ারপোর্টে যাবো তাদেরকে রিসিভ করতে। এরপর ওদেরকে বিসিবিতে নিয়ে আসবো। একাডেমিতে উঠবে ওরা। বিশ্রাম নিবে এবং তারপর দুপুরে আমরা একসাথে লাঞ্চ করবো।'