promotional_ad

তৌহিদ-শামিমদের নিয়ে সিদ্ধান্ত দেশে ফেরার পর

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে অনাকাঙ্ক্ষিত ঘটনায় লিপ্ত হওয়ায় বড় ধরণের শাস্তি পেয়েছেন বাংলাদেশ যুব দলের তিন ক্রিকেটার তৌহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হোসেন। 


ফাইনালে শেষ মুহূর্তে জয়ের জন্য এক রান দরকার ছিল। মিড উইকেট বল ঠেলে দিয়ে রাকিবুল হাসান এক রান নিতেই উৎসবে ফেটে পড়েন সাইডলাইনে দাঁড়ানো থাকা বাংলাদেশের ক্রিকেটাররা। আকবর-রাকিবুলদের দিকে ছুটে যান সাকিব-তামিম-ইমনরা।



promotional_ad

পরবর্তীতে ভারতের ক্রিকেটারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় শাস্তি পাওয়া ক্রিকেটারদের। আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করায় ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তৌহিদ হৃদয়। অপরদিকে শামীম এবং রাকিবুলকে নিষিদ্ধ করা হয়েছে যথাক্রমে ৮ ও ৪ ম্যাচ। 


হৃদয়, শামিম এবং রকিবুলকে আইসিসি শাস্তি দিলেও এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী শুধু জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে দেশে না ফেরা পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। তিনি বলেন, 'ওরা দেশে আসুক, এরপর কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।' 


এদিকে যুব দলের তিন ক্রিকেটার নিষিদ্ধ হওয়ায় কিছুটা হতাশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের ভূমিকা অপরিসীম বলে বিশ্বাস করেন তিনি। আর সেই কারণে নিয়ম শৃঙ্খলার প্রতি বেশি জোর দেয়ার প্রতি আহ্বান জানান নান্নু।



তিনি বলেন, 'আমাদের ভবিষ্যৎ যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমাদের সব ফরম্যাটের জন্য অনূর্ধ্ব ১৯ দলটি গুরুত্বপূর্ণ। একটা নিষেধাজ্ঞা যেকোনো খেলোয়াড়ের জন্য কিন্তু ব্যাকফুটে যায়। সে হিসেবে আমি মনে করি এখান থেকে অবশ্যই ওভারকাম করতে হবে এবং ভালোভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball