বৃষ্টি আইনের কথা মাথায় ছিল আকবরদের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের যুবাদের বিপক্ষে জয়ের জন্য যখন মাত্র ১৫ রান প্রয়োজন ছিল আকবরদের, তখনই বৃষ্টি নামে পচেফস্ট্রুমে। এরপর কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর পুনরায় বৃষ্টি কমলে মাঠে নামে দুই দল।
সেসময় বৃষ্টি আইনে বাংলাদেশের প্রয়োজন ছিল মোটে ৭ রান। পরবর্তীতে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা এনে দেন অধিনায়ক আকবর আলী।

অবশ্য ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে বাতিল হলেও সমস্যা হতো না বাংলাদেশের। কারণ খেলা বন্ধ হওয়ার আগে বৃষ্টি আইনে রানের দিক থেকে ভারতের চেয়ে ১৬ রানে এগিয়ে ছিল বাংলাদেশ যুবারা। ফলে নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন হতো আকবর-সাকিবরাই।
পচেফস্ট্রুমে বৃষ্টির পূর্বাভাস সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন যুব দলের অধিনায়ক আকবর। আর সেই কারণে বৃষ্টি আইনের কথা মাথায় রেখেই ব্যাটিং করার চেষ্টা করেছেন তিনি এবং তাঁর দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আকবর।
যুব দলের অধিনায়ক বলেন, 'পরিকল্পনা ছিল খুব বেশি উইকেট না হারানোর। বৃষ্টি আইনের ব্যাপার ছিল। আমাদের বৃষ্টি আইনের স্কোরের কথাও মাথায় ছিল। আমরা এক্ষেত্রে সবসময়েই এগিয়ে ছিলাম। তাই আমরা যেন খুব বেশি উইকেট না হারাই সেদিকে লক্ষ্য রাখছিলাম।'