আকবররা এই বিশ্বকাপ প্রত্যাশা করেঃ হার্শা ভোগলে

ছবি: আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পরাজিত করেছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। পচেফস্ট্রুমে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই প্রিয়াম গার্গদের পরাস্ত করেছে বাংলাদেশ যুবারা।
ফাইনালের অসাধারণ পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ক্রিকেটের রথী মহারথীদের প্রশংসায় সিক্ত হচ্ছে বাংলাদেশ। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও আকবরদের বন্দনায় মেতেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বাংলাদেশকে যোগ্য দল হিসেবে অভিহিত করেন তিনি। টুইট বার্তায় তিনি লিখেন, 'বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একটি মুহূর্ত। আজকের ম্যাচ দেখার পর তারা এটা (বিশ্বকাপ) প্রত্যাশা করে।'
হার্শার পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমলও। ফাইনাল এই ম্যাচটি দারুণ উপভোগ্য ছিল বলে উল্লেখ করেন তিনি।
টুইটারে কামরান লিখেছেন, 'অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ভারতের ভাগ্য খারাপ। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই ম্যাচটি দারুণ ছিল।'