promotional_ad

দর্শকরা ছিল আমাদের দ্বাদশ খেলোয়াড়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। বিশ্বকাপের ফাইনাল দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হলেও মাঠ ভর্তি ছিল বাংলাদেশের সমর্থক দিয়ে।


মাঠের বাইরে থেকে দর্শকদের এই সমর্থন যুবাদের অনুপ্রেরণা যুগিয়েছে দারুণভাবে। যুব দলের অধিনায়ক আকবর আলী ম্যাচ শেষে তাই দর্শকদেরকে দ্বাদশ ক্রিকেটার হিসেবে অভিহিত করেছেন। 



promotional_ad

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আকবর বলেন, 'আপনারা যারা আমাদের সমর্থন দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে কাজ করেছেন।' 


বিশ্বকাপ শিরোপা জিতে নিজেদের এবং দেশের স্বপ্ন পূর্ণ করেছেন আকবররা। আর এর সবই সম্ভব হয়েছে কঠোর পরিশ্রমের কারণে। অধিনায়ক আকবরের  ভাষ্যমতে, 'আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমি আমাদের কোচিং স্টাফদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু সম্ভব হয়েছে আমাদের কঠোর পরিশ্রমের কারণে। '  


২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১৩১ রানে পরাজিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ফলে শিরোপা জয়ের স্বপ্ন সেখানেই ধূলিসাৎ হয় তাদের। এরপর গত বছর এশিয়া কাপের ফাইনালেও ভারত জুজু কাটাতে ব্যর্থ হয় আকবর আলীরা। সেই ম্যাচে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 



এমনকি ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ যুবারা। একই ফলাফলের পুনরাবৃত্তি হয় এবারও। প্রিয়াম গার্গের দলের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সেই ভারতকে হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট অর্জন করলো আকবরবাহিনী।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball