promotional_ad

আকবরদের সাফল্যের টোটকা দিলেন সাইফউদ্দিন

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টের ফাইনালে পা রাখার এই গৌরব অর্জন করায় আকবর আলীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। 


একই সঙ্গে জুনিয়রদের সাফল্যের পথও বাতলে দিয়েছেন অনূর্ধ্ব ১৯ দল থেকে উঠে আসা সাইফউদ্দিন। তাঁর মতে প্রতিপক্ষের কথা না ভেবে নিজেদের খেলাটি খেলতে পারলে সাফল্য ধরা দিবে আকবরদের।


সাইফউদ্দিন বলেন, 'ফাইনাল ম্যাচ অবশ্যই ভিন্ন। নতুন নতুন পরিবেশ, নতুন প্রতিপক্ষ। আমার মনে হয় প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে স্বাভাবিক খেলাটা খেললেই জয় সম্ভব। আমাদের বোলাররা বলেন, ব্যাটসম্যানরা বলেন, খুব ভালো ফর্মে আছে। আমাদের ফিল্ডিং সাইডও যথেষ্ঠ ভালো। আমাদের এফোর্ট অনেক ভালো। এগুলো যদি প্রয়োগ করতে পারে মাঠে তাহলে জয় সম্ভব।' 



promotional_ad

ম্যাচটি দেখার জন্য মুখিয়ে থাকা সাইফউদ্দিন আরও বলেন, 'আমি নিজে অনেক রোমাঞ্চিত। আমাদের দল প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে ফাইনালে খেলছে। সত্যি অনেক সৌভাগ্যের বিষয়। ম্যাচটি দেখার জন্য অনেক আগ্রহী আমি। একাডেমির ভবনে সেমিফাইনেলের ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বল দেখেছি। দর্শক হিসেবে আমি খেলাটি অনেক উপভোগ করেছি।'


অনূর্ধ্ব ১৯ দল থেকে উঠে আসা আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও যুব দলকে শুভকামনা জানিয়েছেন। ভারতের বিপক্ষে এবার আর তীরে এসে তরী ডুববে না বলে বিশ্বাস করছেন তিনি।


মিরাজ বলেন, 'ভারতের সাথে অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। তবে কালকের দিনটা আমাদের করতে হবে, অবশ্যই আল্লাহ্‌ যদি রহম করে। অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলব। ছেলেরা যেকরম খেলছে আশা করি ওরাও অনেক আত্মবিশ্বাসী। টিম ম্যানেজমেন্ট আছে। সবার অনেক আশা।'


ভারতের বিপক্ষে ফাইনালে জয় পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে অনেক জরুরি বলে বিশ্বাস করেন মিরাজ। জাতীয় দলের এই অলরাউন্ডারের মতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলে দেশের ক্রিকেটের জন্য অনেক বড় প্রাপ্তি হবে। 



মিরাজের ভাষায়,  'আমরাও তো অনূর্ধ্ব ১৯ থেকেই এসেছি। বাংলাদেশ দলে যারা খেলছে তারা কিন্তু সবাই অনূর্ধ্ব ১৯ থেকে এসেছে। ওই অনুভূতি সবার কাজ করে। অবশ্যই এই জয়টা আমাদের ক্রিকেটের জন্য দরকার। আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যুবারা আমাদের দলকে অবশ্যই চ্যাম্পিয়ন করে নিয়ে আসবে বাংলাদেশে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball