ব্রেক থ্রু এনে দিলেন রাহি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রাওয়ালপিণ্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট করেছে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
ব্রেক থ্রু এনে দিলেন রাহিঃ
আবিদকে হারানোর পর আরেক ওপেনার শান মাসুদের সঙ্গে হাল ধরেন অধিনায়ক আজহার আলী। লম্বা সময় ধরে বোলিং করেও উইকেটের দেখা পাচ্ছিলেন না বাংলাদেশের বোলাররা।

এরপর ব্রেক থ্রু এনে দেন রাহি। অধিনায়ক আজহারকে ৩৪ রানে বিদায় করেন তিনি। শান-আজহার মিলে দলের রানের খাতায় যোগ করেন ৯১ রান।
শুরুতেই রাহির আঘাতঃ
দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি পাকিস্তানের ওপেনার আবিদ আলী। তরুণ এই ওপেনার শূন্য রানে ফিরেছেন। আবু জায়েদ রাহির বলে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ২৩৩/১০ (৮২.৫ ওভার)
(মিঠুন ৬৩, শান্ত ৪৪, লিটন ৩৩; আফ্রিদি ৪/৫৩, আব্বাস ২/১৯)
পাকিস্তান প্রথম ইনিংসঃ ৯৩/২ (২৪ ওভার)
(শান ৫৭*,বাবর ০*)
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি ও রুবেল হোসেন।
পাকিস্তান একাদশঃ শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।