promotional_ad

সেমিফাইনালের লড়াইয়ে কিউইদের মুখোমুখি আকবরবাহিনী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে আসছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে ১০৪ রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ।


এবার সেমিফাইনালে আরেক শক্তিশালী দলের মুখোমুখি হতে যাচ্ছে যুবারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সেমিফাইনালে লড়াইয়ে নামবে তাঁরা। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে এই ম্যাচটি। 



promotional_ad

বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও আত্মবিশ্বাসের দিক থেকে পিছিয়ে নেই খুব একটা। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ উইকেটের জয় দিয়ে শেষ চার নিশ্চিত করে তারা। পুরো টুর্নামেন্ট জুড়েই নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়ে এসেছে কিউইরা। তাই সেমিফাইনালের লড়াইটি সেয়ানে সেয়ানেই হবে বলে ঠাওর হচ্ছে। 


অবশ্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলী প্রতিপক্ষ নিয়ে তেমন ভাবছেন না। বরং নিজেদের খেলার প্রতি বেশি গুরুত্ব দিতে চান তিনি।


একই সঙ্গে চাপকে দূরে সরিয়ে রেখে মাঠে নামার লক্ষ্য আকবরের। যুব দলপতি বলেন, 'দলের সবাই রিলাক্সে আছে। এটা সেমিফাইনাল বা ফাইনাল না ধরে স্বাভাবিক আর দশটা ম্যাচের মতো মনে করলেই মনে হয় ভালো ফলাফল হবে।'  



বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ স্কোয়াডঃ 


আকবর আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান ও হাসান মুরাদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball