সামর্থ্যের প্রয়োগ দেখাতে প্রত্যয়ী আকবর

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এই ম্যাচের আগে নিজেদের সামর্থ্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগার যুবারা।
অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলীর মতে মাঠে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারলে ফলাফল পক্ষেই আসবে বাংলাদেশের। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজ দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন তিনি।

আকবর বলেন, 'মানসিক ও শারীরীক দুইটি প্রস্তুতিই আমরা খুব ভালোভাবে নিয়েছি। এখন শুধু মাঠে আমাদের দক্ষতা প্রয়োগ করার পালা। সেটা করতে পারলে মনে হয় যে ফলাফল আমাদের পক্ষে আসবে।'
সেমিফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের চাপ মাথায় না নেয়ার পরামর্শ দিয়েছেন আকবর। তাঁর বিশ্বাস স্বাভাবিক খেলাটি খেলতে পারলে কিউইদের পরাজিত করা সহজ হবে। আকবরের ভাষায়, 'দলের সবাই রিলাক্সে আছে। এটা সেমিফাইনাল বা ফাইনাল না ধরে স্বাভাবিক আর দশটা ম্যাচের মতো মনে করলেই মনে হয় ভালো ফলাফল হবে।'
দক্ষিণ আফ্রিকাকে কোয়ার্টার ফাইনালে উড়িয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর দুইটায় সেমিফাইনালে নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে খেলতে নামবে তারা।