promotional_ad

অস্ট্রেলিয়ায় ভালো করলে পেছনে তাকাতে হবে নাঃ জাহানারা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলতি মাসের ২৪ তারিখ পার্থের ওয়াকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। এই ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করতে চায় সালমাবাহিনী।


দলের অন্যতম সেরা অলরাউন্ডার জাহানারা আলম ভারতের বিপক্ষে এই ম্যাচটিকে দেখছেন উন্নতির ধারক হিসেবে। তাঁর মতে বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে পারলে পেছনে ফিরে তাকাতে হবে না নারী দলকে।



promotional_ad

অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করার  আগে জাহানারা বলেন, 'আমরা মনে করছি এটা আমাদের ফিউচার ডিসাইডিং ম্যাচ। এখানে যদি আমরা ভালো করতে পারি আমার মনে হয় আর নারী ক্রিকেটকে পেছনে ফিরে তাকাতে হবে না। একটা ম্যাচ যদি জিতি তাহলে র‍্যাঙ্কিংয়ে চলে আসবো। আমাদের লক্ষ্য দুটো ম্যাচ জেতা।'


অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ১৩ দিন আগেই সেখানে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে পৌঁছে কন্ডিশনিং ক্যাম্প করবেন সালমারা। পূর্ণ প্রস্তুতি নিয়েই ভারত বধের মিশনে নামতে চায় টাইগ্রেসরা। 


জাহানারার ভাষ্যমতে, 'আমরা ব্যাটিংয়ে একটু পিছিয়ে আছি। স্পিন বলে আমাদের কিছুটা দূর্বলতা আছে। ওটার উপর কাজ করেছি আমরা। মেশিনে, থ্রো ডাউনে অনুশীলন করেছি। নেটে ছেলেদের বোলিং অনুশীলন করেছি। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো। আমরা ওখানে ১৩দিন আগে যাচ্ছি , কন্ডিশন ক্যাম্পটা আমাদের সাহায্য করবে।'



বাংলাদেশ স্কোয়াড: সালমা খাতুন ( অধিনায়ক), রুমানা আহমেদ ( সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা খাতুন, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মোছাম্মদ ঋতু মনি ও সুবহানা মোস্তারি।


স্ট্যান্ড বাই: শায়লা শারমিন, সুরাইয়া আজমিন, লতা মন্ডল, পূজা চক্রবর্তী ও রাবেয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball