promotional_ad

বাংলাদেশের উদাহরণ টানলেন আফ্রিদি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানে শিগগিরই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে ভারত বলে আশা প্রকাশ করেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তান এখন যথেষ্ট নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে বাংলাদেশের উদাহরণ দেখিয়েছেন পাকিস্তানের সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়ক। 


পাকিস্তানে সম্প্রতি সফর করেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। শুধু তাই নয়, সেখানে সফলভাবে পিএসএলও আয়োজন করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই পাকিস্তানে ভারতেরও খেলতে যাওয়া উচিত বলে মনে করেন আফ্রিদি।



promotional_ad

তিনি বলেন,   ‘পুরো পিএসএল পাকিস্তানে হওয়াটা সব দেশের জন্যই ভালো খবর। এ ছাড়া বাংলাদেশ পাকিস্তান সফর করেছে, এমনকি টেস্ট খেলতেও আসবে। এটাই বলছে, নিরাপত্তা পরিস্থিতি এখন ভালো। আমি অপেক্ষায় আছি ভারতও পাকিস্তানে একটি সিরিজ খেলতে আসবে।’


এবারের এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু এখানে বাধ সেধেছে ভারত। পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা সেখানে খেলবে না বলে জানিয়েছে। 


এই প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘এশিয়া কাপ অবশ্যই ভারত-পাকিস্তান দুই দলের অংশগ্রহণেই হওয়া উচিত। তৃতীয় কোনো পক্ষ ছাড়াই ভারত-পাকিস্তানের এক সঙ্গে বসে সমস্যাগুলো সমাধান করে নেওয়ার সময় এসেছে এখন। সমস্যা অনেক আছে, কিন্তু দুই দেশের কর্মকর্তারা এক সঙ্গে আলোচনায় বসলে এর সমাধান সম্ভব। তবে এশিয়া কাপ যেখানেই হোক ভারত-পাকিস্তানের অংশগ্রহণেই হওয়া উচিত।’



লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম কিংবা করাচী ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখবে ক্রিকেট বিশ্ব-এমন স্বপ্নে বিভোর আফ্রিদি। তাঁর বিশ্বাস সবদিক বিবেচনা করে পাকিস্তান সফরে আসবে ভারত। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball