promotional_ad

সাকিবের অনুসরণকারী রকিবুল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার যুবাদের ১০৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। বিশাল এই জয়ের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন ১৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। 


বাংলাদেশের দেয়া ২৬২ রানের জবাবে খেলতে নেমে এই রকিবুলের বোলিং ঘূর্ণিতেই মাত্র ১৫৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ১৯ রান খরচায় ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে ধ্বস নামান তরুণ রকিবুল। ক্রিকেটে নির্দিষ্ট কাউকে আদর্শ হিসেবে না মানলেও বরাবরই সাকিব আল হাসানকে অনুসরণ করে আসছেন রকিবুল।



promotional_ad

ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া এই তরুণ বলেন, ‘আমার সেভাবে কোন আদর্শ নেই তবে সাকিব আল হাসানকে বেশ অনুসরণ করি। তিনি বাংলাদেশের কিংবদন্তী বোলার। আর আমি ব্যাটসম্যান ও উইকেট পড়ার চেষ্টা করি। এছাড়া কঠোর পরিশ্রমতো আছেই। গত এক বছর অনেক খেটেছি।’


প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের পরিকল্পনা ঠিকমতো কাজে লাগাতে পারায় ফলাফল পক্ষে এসেছে বলে বিশ্বাস করেন রকিবুল। একই সঙ্গে বিশ্বকাপে আসার আগে কয়েকটি ভালো সিরিজ খেলে আসায় সুবিধা হয়েছে নিজেদের। 


রকিবুলের ভাষ্যমতে, 'ম্যাচটিকে আমরা স্বাভাবিক হিসেবেই নিয়েছি। বিশ্বকাপে আসার আগে আমরা বেশ কয়েকটি ভালো সিরিজ শেষ করেছি। ড্রেসিংরুমে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করেছি কৌশল নিয়ে। আর মাঠে সেটা ঠিকঠাক প্রয়োগ করতে পেরেছি বলেই ভালো করেছি।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball