সাঙ্গাকারার নেতৃত্বে পাকিস্তানে খেলবে এমসিসি একাদশ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানে খেলতে যাচ্ছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এই উপলক্ষে স্কোয়াড ঘোষণা করেছে এমসিসি কতৃপক্ষ। এই দলটির নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
দলটির প্রধান কোচ হিসেবে থাকবেন আজমল শাহজাদ। সাঙ্গাকারার সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটার রবি বোপারাও খেলবেন পাকিস্তানে।

স্কোয়াড ঘোষণার সময় এমসিসির ক্রিকেট বিভাগের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জন স্টেপহেনসন বলেন, 'আমরা এই সফরের জন্য শক্তিশালী একটি দল গঠন করতে পেরে আনন্দিত। তারুণ্য এবং অভিজ্ঞ ক্রিকেটারের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছি আমরা।'
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুটি দলের বিপক্ষে খেলবে এমসিসির এই একাদশ। লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দুটি ছাড়াও পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দল নর্দানসের বিপক্ষে খেলবেন সাঙ্গাকারারা।
এমসিসি স্কোয়াডঃ কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বার্গেস, অলিভার হ্যানন ডালবি, ফ্রেড ক্লাসেন, মাইকেল লিস্ক, অ্যারন লিলে, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরীফ, ভ্যান ডার মার ও রস হুইটলি।