রাহুল-আইয়ারের ব্যাটে সিরিজ জয়ের আরও কাছে ভারত

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল বিরাট কোহলির দল। এর ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
অকল্যান্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রান করে নিউজিল্যান্ড। সেই লক্ষ্য ১৫ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। যদিও ম্যাচের শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল কিউইরা।
পাওয়ার প্লেতে ৪৮ রান এনে দেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো। এরপর মিডল অর্ডার ব্যাটসম্যানরা রানের গতি ধরে রাখতে পারেননি। গাপটিল ষষ্ঠ ওভারের শেষ বলে ২০ বলে করেন ৩৩ রান করে আউট হন।

আরেক ওপেনার কলিন মুনরো ২৬ রান করে ফেরেন বিরাট কোহলির দারুণ এক ক্যাচে। উইকেটের সঙ্গে খাপ খাইয়ে না নিতে পেরে ২০ বলে ১৪ রান করে আউট হন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ২৪ বলে করেন ১৮ রান রস টেলর। ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর এবং শিভম দুবে।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে টিম সাউদির বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন রোহিত শর্মা। অধিনায়ক কোহলি আউট হন ১১ রান করে। তৃতীয় উইকেটে ৬৭ বলে ৮৬ রানের জুটি গড়ে ভারতকে জয়ের অনেক কাছে নিয়ে যান লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ার।
ইনিংসে শেষ দিকে ২৯ বলে ৫৮ রানের ইনিংস খেলে আউট হন। ৫০ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন রাহুল। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি একাই নিয়েছেন ২ উইকেট। একটি উইকেট পেয়েছেন টিম সোধি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩২/৫ (গাপটিল ৩৩, মুনরো ২৬, সেইফার্ট ৩৩*, স্যান্টনার ০*; জাদেজা ২/১৮)।
ভারত: ১৭.৩ ওভারে ১৩৫/৩ (রাহুল ৫৭*, শ্রেয়াস ৪৪, দুবে ৮*; সাউদি ২/২০)