promotional_ad

সিরিজ শুরুর আগে ধাক্কা খেল জিম্বাবুয়ে

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
 
ফেব্রুয়ারিতে পাঁচটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের। বিষয়টি এখনও নিশ্চিত নয়, আলোচনা চলছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে। বাংলাদেশ সফর নিশ্চিত না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।


এই সিরিজে ফ্রন্টলাইন পেসার তেন্দাই চাতারাকে ছাড়াই খেলতে হবে জিম্বাবুয়েকে। বাইসেপ ইনজুরিতে ভুগছেন চাতারা। শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও বাংলাদেশ সিরিজে ফিরতে পারেন তিনি।


হারারে স্পোর্টস ক্লাবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৯ জানুয়ারি। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৭ জানুয়ারি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হবে না এই ম্যাচ দুটো। এই ম্যাচ দুটো দিয়েই বাংলাদেশ সিরিজের প্রস্তুতি সারতে যাচ্ছে জিম্বাবুয়ে।



promotional_ad

এদিকে এই সিরিজের আগে তিন ফরম্যাটে নতুন দুই অধিনায়কের নাম ঘোষণা করেছে জেডসি। টেস্ট ম্যাচে দলটির অধিনায়কত্ব করবেন শন উইলিয়ামস। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে দলটির অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে চামু চিবাবাকে।


এতদিন তিন ফরম্যাটে দলটির অধিনায়ক ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।


জিম্বাবুয়ে স্কোয়াডঃ শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভাইন, কাইল জার্ভিস, কেভিন কাসুজা, টিমিকেন মারুমা, প্রিন্স মাসভরে, ব্রায়ান মুদজিঙ্গায়েমা, কার্ল মাম্বা, এইন্সলি এনদলভু, ভিক্টর এনুচি, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো ও চার্লটন টিসুমা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball