জাম্পাকে প্রাপ্য সম্মান দিচ্ছেন না কোহলি!

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বিরাট কোহলিকে সীমিত ওভারের ক্রিকেটে ৬ বার আউট করেছেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। সর্বশেষ আউট হয়েছেন মঙ্গলবার (১৫ জানুয়ারি) ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে।
জাম্পাকে প্রাপ্য সম্মান না দেয়ার জন্যই বারবার তাঁর শিকার হচ্ছেন কোহলি, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহ। ওয়েংখেড়েতে জাম্পাকে দারুণ এক ছক্কা মেরেছিলেন কোহলি।

এর ঠিক পরের বলেই জাম্পাকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ওয়ানডে চতুর্থবার কোহলিকে ফিরিয়েছেন জাম্পা। এর চেয়ে বেশিবার কোহলিকে নিজের শিকার বানাতে পেরেছেন কেবল রবি রামপাল।
তিনি ওয়ানডেতে কোহলিকে আউট করেছেন মোট ৬বার। অবশ্য সাদা বলের হিসেবে জাম্পা সঙ্গেই আছেন রামপালের। সীমিত ওভারের ক্রিকেটে দুজনই ৬বার করে আউট করেছেন কোহলিকে।
ফক্স ক্রিকেটে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের ধারাভাষ্য করছিলেন ওয়াহ। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার বলেন, কোহলিকে যে জাম্পা আউট করতে পারেন সেটা পাত্তাই দিচ্ছেন না ভারতের অধিনায়ক।
ওয়াহ বলেন, ‘আমি মনে করি জাম্পাকে প্রাপ্য সম্মান না দেওয়ার খেসারত দিতে হচ্ছে কোহলিকে।' কোহলি যে কয়বার জাম্পার বলে আউট হয়েছেন, এর মধ্যে পাঁচবারই আউট হয়েছেন ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে।