বিদায় বলে দিলেন ফিল্যান্ডার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজ শেষেই ক্যারিয়ারের ইতি টানবেন ডানহাতি এই পেসার।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা দলে ওয়ানডে অভিষেক হয় ফিল্যান্ডারের। চার বছর পর টেস্ট দলে ডাক পান তিনি। অভিষেক টেস্টেই দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

বল হাতে অসাধারণ পারফর্ম করে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলারও হয়েছিলেন ফিল্যান্ডার। প্রোটিয়াদের হয়ে ৬০টি টেস্ট ম্যাচ খেলেছেন ফিল্যান্ডার, যেখানে ২২.১৬ গড়ে ২১৬ উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে ৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফিল্যান্ডার ২৬১টি উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ৭৮৪ রান করেছেন। টেস্টে এক নম্বর বোলারের সঙ্গে এক নম্বর অলরাউন্ডারও ছিলেন তিনি একটা সময়।
সোমবার (২৩ ডিসেম্বর) অবসরের ঘোষণা দেন ফিল্যান্ডার। তবে আপাতত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্য ৩৪ বছর বয়সী এই পেসারের, ‘আমার মনে হয়, এটাই সঠিক সময় অসাধারণ এই ক্যারিয়ারের ইতি টানার। কিন্তু এখন আমার পুরো মনোযোগ ইংল্যান্ডকে হারাতে প্রোটিয়াদের সহায়তা করা। যেটির জন্য আমি মুখিয়ে আছি। আশা করি আপনাদের সঙ্গে সেখানে দেখা হবে।’
ডেল স্টেইন, মরনে মরকেলের সঙ্গে দারুণ বোলিং আক্রমণের অংশ ছিলেন ফিল্যান্ডার। বিশেষ করে দেশের মাটিতে তিনি ভয়ঙ্কর ছিলেন।