পার্থ টেস্টে আর বল করতে পারবেন না ফার্গুসন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে লকি ফার্গুসনের। কিন্তু কাফ ইনজুরি ছিটকে দিয়েছে নিউজিল্যান্ডের এই পেসারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে আর বল করতে পারবেন না ফার্গুসন।
বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। পার্থ টেস্টে প্রথম ইনিংসে ১১ ওভার বোলিং করেছেন ফার্গুসন। ৪৭ রান খরচ করেও উইকেট পাননি তিনি। এরপরই ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান ডানহাতি এই পেসার।

নিউজিল্যান্ড দলের একটি সূত্র বলেছে, ডান কাফে টান লেগেছে এই পেসারের, এর ফলে পার্থে আর বল হাতে দেখা যাবে না তাঁকে। দ্বিতীয় ইনিংসে একজন বোলার কম নিয়েই খেলতে হবে কিউইদের।
বৃহস্পতিবার পার্থ টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের সময় ব্যথা পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ফার্গুসন। এরপর আর মাঠে ফেরেননি তিনি। তাঁর অবস্থা জানতে সঙ্গে সঙ্গেই এমআরআই করানো হয়। জানা যায় কাফ ইনজুরিতে পড়েছেন এই গতিময় পেসার।
এক বিবৃতিতে নিউজিল্যান্ড জানিয়েছে, ‘এমআরআই করানোর পর নিশ্চিত হওয়া গেছে, লকি ফার্গুসনের ডান কাফে টান লেগেছে, এর ফলে পার্থের প্রথম টেস্টে আর বল করতে পারবেন না তিনি। যদিও ব্যাট করতে কোনও অসুবিধা নেই। তার সেরে ওঠার প্রক্রিয়ার ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব আমরা।’
ফার্গুসন টেস্ট দলে জায়গা পেয়েছেন আরেক পেসার ট্রেন্ট বোল্টের জায়গায়। বোল্ট ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোট পেয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি চোট কাটিয়ে উঠতে পারবেন না দেখেই ফার্গুসনকে দলে ডেকেছিল কিউইরা। এবার তিনিও ছিটকে গেলেন।