promotional_ad

শাস্ত্রীর সমালোচকদের এক হাত নিলেন কোহলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং ইনস্টাগ্রামে কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। সেই ছবি দুটির কমেন্ট বক্সে শাস্ত্রীকে হেয় করে বেশ কিছু মন্তব্য করা হয়।  


সেই ছবির ক্যাপশনে শাস্ত্রী কুম্বলেকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার স্পিনার হিসেবে অভিহিত করেন। তিনি লিখেন, ‘ভারতের অন্যতম শ্রেষ্ঠ একজন কিংবদন্তির সঙ্গে দেখা করতে পেরে বেশ ভালো লাগছে।’ 



promotional_ad

এরপরেই নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে যায় শাস্ত্রীর সেই পোস্টটি। একজন ব্যক্তি তাঁকে জঘন্যতম কোচ হিসেবে আখ্যা দিয়ে বসেন। আবার আরেকজন লিখেছেন, ‘কুম্বলেকে যদি আপনার আসলেই শ্রেষ্ঠ মনে হয় তাহলে তাকেই কোচ হতে দিন।’


এধরণের মন্তব্যের পর শাস্ত্রী চুপ থাকলেও মুখ খুলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এসকল মন্তব্যের পেছনে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন তিনি। কোহলির মতে পরিকল্পনা করেই শাস্ত্রীকে হেয় করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


তিনি বলেন, ‘পরিকল্পনা করেই রবি ভাইকে ট্রল করা হচ্ছে। অধিকাংশ সময়ে এই ঘটনাগুলো পরিকল্পনা মাফিক করা হয়। কেন করছে, কী কারণে করছে, বলতে পারব না। যদিও রবি ভাই এসব পাত্তা দেন না।'



শাস্ত্রীর সমালোচকদের এক হাত নিয়েছেন কোহলি। নেতিবাচক মন্তব্য করার আগে শাস্ত্রীর যেসব কীর্তি গড়েছেন সেগুলো করে দেখানোর আহ্বান জানান কোহলি। শাস্ত্রীকে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় হিসেবেও আখ্যা দেন তিনি। 


সমালোচকদের উদ্দেশ্য করে কোহলি বলেন, ‘দশ নম্বর ব্যাটসম্যান থেকে একদম ওপেনার হয়ে যাওয়া, যেমন-তেমন কথা নয় এটা। ওপেনার হিসেবে ৪১ গড়ও আছে রবি ভাইয়ের। এ রকম একটা চ্যাম্পিয়ন খেলোয়াড়কে যারা বাসায় বসে ট্রল করে, রবি ভাই তাদের পাত্তা দেন না। এরপরেও কারোর সমালোচনা করার ইচ্ছে হলে বলব, আগে রবির মতো হয়ে দেখান। রবি যেসব বোলাদের সামলেছেন, তাদের সামলে দেখান! রবি যা করেছেন, সেগুলো করেন। সাহস দেখান দেখি। তারপর না হয় আপনার কথা শুনব আমরা।’  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball