ওয়াটলিং-মিচেলদের ব্যাটিংয়ে এগিয়ে থাকল কিউইরা

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওপেনার টম লাথামের সেঞ্চুরির পর মিডল অর্ডার ব্যাটসম্যানদের প্রচেষ্টায় হ্যামিল্টন টেস্টে ৩৭৫ রানের বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দুই উইকেটে ৩৯ রান। স্বাগতিকদের থেকে ইংল্যান্ড পিছিয়ে আছে ৩৩৬ রানে।


আগের দিনই সেঞ্চুরি করেছেন লাথাম। দ্বিতীয় দিনের শুরতেই অবশ্য ফিরে যেতে হয় তাঁকে। ১৬টি চারে ১০৫ রান করা লাথামকে বোল্ড করে ফিরিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।


এরপর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান হেনরি নিকলসকে (১৬) ফেরান স্যাম কারান। ১৯১ রানের মধ্যে পাঁচ উইকেট হারানো কিউইদের পুনরায় টেনে তোলেন জন ওয়াটলিং এবং ডার্ল মিচেল।


promotional_ad

এই জুটি রানের খাতায় যোগ করেন ১২৪ রান। আগের টেস্ট জয়ের নায়ক ওয়াটলিংয়ের ব্যাটে আসে ৫৫ রান। ৭৩ রান করেছেন মিচেল। দুজনকে ফিরিয়ে ইংলিশ শিবিরে পুনরায় স্বস্তি এনে দেন ব্রড।


শেষের দিকে মিচেল সান্টনারের ২৩, টিম সাউদির ১৮ রানের কল্যাণে চারশ রানের কাছাকাছি যেতে পেরেছে নিউজিল্যান্ড।


প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই ইংল্যান্ড। টিম সাউদি এবং ম্যাট হেনরির তোপে দুই উইকেট হারিয়েছে তারা। ওপেনার ডম সিবলি এবং তিনে নামা জো ডেনলি- দুজনই ফিরে যান চার রানে।


ম্যাচের তৃতীয় দিন শুরু করবেন আরেক ওপেনার ররি বার্ন্স (২৪*) এবং অধিনায়ক জো রুট (৬*)। 


সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ৩৭৫/১০ (১২৯.১ ওভার)
(লাথাম ১০৫, মিচেল ৭৩, ওয়াটলিং ৫৫, টেলর ৫৩; ব্রড ৪/৭৩, ওকস ৩/৮৩)
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ৩৯/২ (১৮ ওভার)
(বার্ন্স ২৪*, রুট ৬*; হেনরি ১/১০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball