promotional_ad

বিশ্বকাপের হার ভুলতে পারছেন না কোহলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের দুঃসহ স্মৃতি এখনও টাটকা ভারতের অধিনায়ক বিরাট কোহলির। হাইভোল্টেজ সেই ম্যাচে নিউজিল্যান্ড বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ধ্বস নামে ভারতের ব্যাটিং লাইন আপে।  


সপ্তম উইকেটে মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজার ১১৬ রানের জুটিতে একটা সময় স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ৭৭ রান করে পেসার ট্রেন্ট বোল্টের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে জাদেজা আউট হলে জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয় ভারতের। এই ম্যাচে দলের প্রয়োজনে দাঁড়াতে পারেননি কোহলি। মাত্র এক রান করে বোল্টের শিকার হন তিনি। সেই আক্ষেপ এখনও পোড়াচ্ছে কোহলিকে।



promotional_ad

এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি ব্যর্থতায় প্রভাবিত হই। প্রত্যেকেই হয়। দিনের শেষে আমি জানতাম যে, দলের প্রয়োজন ছিল আমাকে। আমার জোরালো বিশ্বাস ছিল যে, অপরাজিত থেকে ভারতকে সেমিফাইনালে জিতিয়ে ফিরব। হতে পারে আমার ইগো এমন ভেবেছিল। এমন পূর্বাভাস কি করা যায়? এটা করার পক্ষে তীব্র ইচ্ছা বা অনুভূতিই শুধু থাকতে পারে।'


দেশের হয়ে মাঠে নামাকে বিশাল সম্মানের বলে মনে করলেও পরাজয় সবসময় পোড়ায় কোহলিকে। মাঠ ছাড়ার সময় ভবিষ্যত ক্রিকেটারদের জন্য উদাহরণ সৃষ্টি করতে চান তিনি। আর এই লক্ষ্য নিয়েই খেলতে নামেন ভারত অধিনায়ক।


কোহলি বলেন, 'আমি হারতে ঘৃণা করি। মাঠে নেমে এটা বলতে চাই না যে, এটা করতে পারতাম। যখন আমি মাঠে নামি তখন এটা বিশাল সম্মান বলে মনে করি। যখন আমি বেরিয়ে যাই, তখন কোনও এনার্জিই পাই না। আমরা এমন একটা উদাহরণ রেখে যেতে চাই যেন ভবিষ্যতের ক্রিকেটাররা আমাদের মতো খেলতে চাওয়ার কথা বলে।'



ভারতের হয়ে ৮৪টি টেস্ট এবং ২৩৯টি ওয়ানডে খেলেছেন বিরাট কোহলি। টেস্টে ৫৪.৯৭ গড়ে ৭ হাজার ২০২ রান সংগ্রহ করেন তিনি। তাঁর রয়েছে ২৭টি সেঞ্চুরি এবং ২২টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে ৬০.৩১ গড়ে কোহলির রান ১১ হাজার ৫২০। ৪৩টি সেঞ্চুরি এবং ৫৪টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball