জরিমানার কবলে সাইফ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতে ভিসার মেয়াদের অতিরিক্ত সময় থাকার কারণে জরিমানার কবলে পড়েছেন ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান। গত জুলাইয়ে বিসিবি একাদশের হয়ে ব্যাঙ্গালুরু এবং মাইশোরে যান এই ওপেনার।
সে সময় থেকে তাঁর ভিসার মেয়াদ ছিল ২৪ নভেম্বর পর্যন্ত। কিন্তু বিষয়টি জানা না থাকায় ২১ হাজার ৬০০ রুপি জরিমানা গুনতে হয়েছে সাইফকে। দেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার জরিমানা দিয়ে বুধবার দেশে ফিরেছেন।

ভারতে সাইফের অতিরিক্ত সময় থাকা এবং জরিমানার বিষয় নিশ্চিত করেছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান। মূলত ব্যাপারটি আগে থেকে জানা না থাকায় এই বিপাকে পড়তে হয়েছে সাইফকে বলে জানান তৌফিক।
বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, 'সাইফের ভিসার মেয়াদ বাতিল হয়ে গেছে দুই দিন আগেই এবং সে এটা বুঝতে পেরেছে এয়ারপোর্টে আসার পরে। সে তাঁর বুক করা ফ্লাইটে যেতে পারেনি। নতুন নিয়ম অনুযায়ী মেয়াদের অতিরিক্ত থাকায় তাঁকে অবশ্যই জরিমানা দিতে হবে।'
এদিকে সাইফের দেরি হলেও তাঁর সঙ্গে থাকা বাকি ক্রিকেটাররা বাংলাদেশ বিমানের ফ্লাইটে আগেই দেশে ফিরেছেন।