জানুয়ারির আগে অবসরের ভাবনা নয়ঃ ধোনি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছরের জানুয়ারি মাসের আগে অবসর নিয়ে ভাবছেন না ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।
যদিও জানুয়ারিতে আদৌ অবসরে যাচ্ছেন কিনা এই বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি ধোনি। এক রিপোর্টারের প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, 'জানুয়ারির আগে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না।'

গত জুলাইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ মাঠে নামেন ধোনি। বিশ্বকাপের পর ভারতের সেনাবাহিনীর অধীনে একটি প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন তিনি। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
এরপর দক্ষিণ আফ্রিকার এবং বাংলাদেশের বিপক্ষেও খেলেননি ধোনি। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, বিশ্বকাপের পর থেকে ঘরোয়া ক্রিকেটেও খেলেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এদিকে ধোনির জাতীয় দলে ফেরার সম্ভাবনার ব্যাপারে প্রধান কোচ রবি শাস্ত্রী জানান আইপিএলে ভালো খেলতে পারলে তবেই ধোনিকে বিবেচনা করা হবে।
তিনি বলেন, 'সবকিছু নির্ভর করছে সে কখন খেলা শুরু করবে তার উপরে এবং সে আইপিএলে কেমন খেলে এর উপরে। অন্যান্য উইকেটরক্ষকরা গ্লাভস হাতে কেমন করছে সেটাও দেখতে হবে। আইপিএল একটি বিশাল টুর্নামেন্ট কারণ এই টুর্নামেন্টের পরেই আপনাকে ১৫ সদস্যের স্কোয়াড সাজাতে হবে।'