promotional_ad

পুরনো দলে ফিরলেন মুজিব উর রহমান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমান আগামী মৌসুমের টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে খেলবেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দলটি এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। 


সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে মিডলসেক্সের হয়ে সবকয়টি ম্যাচ খেলবেন মুজিব। মিডলসেক্সের হয়ে অবশ্য এবারই প্রথম খেলবেন না তরুণ এই স্পিনার। 



promotional_ad

এর আগে ২০১৮ সালে একই দলের হয়ে দশটি ম্যাচ খেলেছেন তিনি। সেবার দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল মুজিবের দল। এদিকে পুরনো দলে ফিরতে পেরে বেশ খুশি ১৮ বছর বয়সী এই অফস্পিনার। 


তিনি বলেন,'আমি মিডলসেক্স অনেক মধুর সময় কাটিয়েছি। তাই এখানে ফিরে আসতে পেরে আমি অনেক খুশি। পুরো দল, মাঠে এবং মাঠের বাইরে আমাকে স্বাগত জানিয়েছে এবং আশা করি আমরা পরবর্তী মৌসুমে সাফল্য আনতে পারবো।'   


মুজিবকে দলে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্লাবের কোচ স্টুয়ার্ট ল। তিনি বলেন, '২০২০ সালের টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য মুজিবকে পাওয়া দারুণ ব্যাপার। পাওয়ারপ্লেতে তাঁর বোলিং করার সক্ষমতার তুলনা নেই এবং ড্রেসিংরুমে সে একজন অসাধারণ মানুষ। আমরা আগামী মৌসুমে তাঁকে মিডলসেক্সে ফেরানোর জন্য মুখিয়ে আছি।' 



আফগানিস্তানের পক্ষে ৪০টি ওয়ানডে এবং ১৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুজিব উর রহমান। ওয়ানডেতে ২২.৪৪ গড়ে ৬৩ উইকেট শিকার করেছেন তিনি। যেখানে টি-টোয়েন্টিতে ১৬.২০ গড়ে ২০টি উইকেট রয়েছে তাঁর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball