promotional_ad

ওয়ার্নের বন্ধু হওয়ায় স্লেজিংয়ের শিকার হননি কুম্বলে!

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্লেজিং খেলার অংশ হলেও এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন ??স্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অজিদের বিপক্ষে খেলার সময় অনেক বেশি স্লেজিংয়ের শিকার হতে হয় প্রতিপক্ষের খেলোয়াড়কে। যদিও খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছ থেকে স্লেজিংয়ের শিকার হননি ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। আরেক কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে সখ্যতা থাকায় কুম্বলেকে স্লেজিং করতো না অজি ফিল্ডাররা।


সম্প্রতি কুম্বলে বলেন, 'আমি একটা কথা শুনেছিলাম, 'যদি তুমি ওয়ার্নের বন্ধু হও, তাহলে তোমার সঙ্গে কেউ স্লেজিং করবে না।' আসলেও তাই। আমি ওয়ার্নের বন্ধু ছিলাম, এ কারণে আমাকে স্লেজিংয়ের শিকার হতে হয়নি।'



promotional_ad

নব্বই দশক থেকে বিংশ শতাব্দির শুরুর দিক পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ২০টি টেস্ট খেলেন কুম্বলে। এই স্পিনার ৩০.৩২ গড়ে নেন ১১১ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই লেগির সেরা বোলিং ফিগার ১৪১ রান খরচায় আট উইকেট।


২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ভারতের হয়ে সাদা পোশাকে ৬১৯ উইকেটের মালিক কুম্বলে।


অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বৈরথ নিয়ে বলেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা আমার খুব পছন্দের কাজ ছিল। কেননা আমার খেলোয়াড়ি জীবনে ওরা আন্তর্জাতিক ক্রিকেটে সেরা দল ছিল।



অজিদের বিপক্ষে আমি সবসময় চ্যালেঞ্জ নিতাম। এটা ভাবতে ভালোই লাগে যে ওদের বিপক্ষে আমার কিছু ভালো বোলিং রেকর্ড ছিল।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball