শচিনের রেকর্ড ভাঙলেন ১৫ বছর বয়সী কিশোরী

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবথেকে কম বয়সে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ১৫ বছর বছর বয়সী শেফালি ভার্মা। এর ফলে শচিন টেন্ডুলকারের ৩০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৪৯ বলে ৭৩ রানের ইনিংস খেলেন ডানহাতি ব্যাটসম্যান শেফালি। যেখানে ৪টি ছক্কা এবং ৬টি চার মারেন তিনি।

শেফালির এই ঝড়ো ইনিংসের সুবাদে শনিবারে ম্যাচটিতে ৮৪ রানের জয় পায় ভারত নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে শচিন প্রথম হাফ সেঞ্চুরি করেন ১৬ বছর ২১৪ দিন বয়সে। এবার মাত্র ১৫ বছর ২৮৫ দিন বয়সেই এই রেকর্ড টপকে গেলেন শেফালি।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ভারত নারী ক্রিকেট দল। এরপর খেলতে নেমে শেফালি ভার্মার ব্যাটিং তান্ডবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৫ রান করে হারমানপ্রীত কাউরের দল।
এরপর ব্যাটিংয়ে নেমে সফরকারীদের দারুণ বোলিংয়ের সামনে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।