ডট বলে চিন্তিত নন ডমিঙ্গো

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৮টি ডট বল খেলেছে বাংলাদেশ। দল এতোগুলো ডট বল খেলার পরেও চিন্তিত নন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার নাঈম শেখ। এ ছাড়া ৩০ রান করে করেন সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

২৯ রান আসে ওপেনার লিটন দাসের ব্যাট থেকে। এই চারজন ছাড়া বাকি ব্যাটসম্যানরা দুই অঙ্কের রানও করতে পারেননি। ডমিঙ্গোর মতে, ৩০ এর ঘরে আউট না হয়ে ব্যাটসম্যানদের উচিত ছিল ৭০-৮০ রান করার চেষ্টা করা।
ডমিঙ্গো বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা নম্বরের দিকে তাকিয়ে থাকি। ৩৮টি ডট বল কিন্তু বাজে সংখ্যা নয়। আমরা মনে করি ৪০ এর নিচে সেটা অবশ্যই গ্রহণযোগ্য। যেটা বড় সমস্যা তা হলো, আমাদের কেউ ৭০-৮০ রান করতে পারেনি। মুশফিক প্রথম ম্যাচে যেটা করেছিল ‘
‘যে ৩০ রান করতে পারছে তাঁর ইনিংস আরও লম্বা হওয়া উচিত। কেউ যদি ৭০-৮০ রান করতে পারে, তাহলে আমরা বড় সংগ্রহ পেতে পারি। ৩৮টি ডট বল তেমন কোনো ব্যাপার না।’
রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। এর আগে দিল্লীর ম্যাচটি জেতায় সিরিজ জয়ের দৌড়ে এখনও টিকে আছে মাহমুদউল্লাহবাহিনী। নাগপুরে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার (১০ নভেম্বর)।