promotional_ad

পাকিস্তানকে উড়িয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ উইকেটে পরাজিত হয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজটি ২-০ তে জিতে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচটি ৭ উইকেটে জেতে অস্ট্রেলিয়া। 


পার্থে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। খেলতে নেমেই অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে তারা। কেন রিচার্ডসন, শন অ্যাবট এবং মিচেল স্টার্কদের দুর্দান্ত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৬ রান সংগ্রহ করে বাবর আজমরা। 


৪ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ডানহাতি পেসার রিচার্ডসন। আর ২টি করে উইকেট পেয়েছেন অ্যাবট এবং স্টার্ক। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইফতিখার আহমেদ। 



promotional_ad

এছাড়া দুই অঙ্কের ঘরে পা রাখতে পেরেছেন শুধু ওপেনার ইমাম-উল হক। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৪ রান। পাকিস্তানের দেয়া ১০৭ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে একেবারেই বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। 


দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার মিলে ৪৯ বল বাকি থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফিঞ্চ ৩৬ বলে ৩টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে ৫২ রানে অপরাজিত থাকেন। আর ৩৫ বলে ২টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে ৪৮ রান করেন ওয়ার্নার। 


সংক্ষিপ্ত স্কোরঃ 


পাকিস্তানঃ ১০৬/৮ (২০ ওভার) (ইফতিখার ৪৫, ইমাম ১৪; রিচার্ডসন ৩/১৮, অ্যাবট ২/১৪) 



অস্ট্রেলিয়াঃ ১০৯/১০ (১১.৫ ওভার) (ফিঞ্চ ৫২*, ওয়ার্নার ৪৮; ইমাদ ০/১২, আমির ০/২৫)  


ম্যাচ সেরাঃ শন অ্যাবট 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball