promotional_ad

নতুন মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর মাত্র তিনটি ছক্কা মারতে পারলেই ৫০টি ছক্কার মালিক হবেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তাঁর ছক্কা সংখ্যা ৮০ ম্যাচে ৪৭টি। 


ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই এই মাইলফলক স্পর্শ করতে পারেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি অবশ্য এরই মধ্যে দখলে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।



promotional_ad

মাহমুদউল্লাহর পর তালিকার দুই নম্বরে আছেন ওপেনার তামিম ইকবাল। ৭১ ম্যাচে ৪০টি ছক্কার মালিক তিনি। তিন, চার এবং পাঁচ নম্বরে আছেন যথাক্রমে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। 


৭৬ টি-টোয়েন্টিতে ৩৩টি ছক্কা মেরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ৮১ ম্যাচে ৩০ ছক্কার মালিক উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। আর সাব্বির রহমান মেরেছেন ৪৪ ম্যাচে ২৮টি ছক্কা। 


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক অবশ্য ভারতের রোহিত শর্মা। ৯৮ ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা ১০৯টি। ৫৮ ম্যাচে ১০৫টি ছক্কা নিয়ে রোহিতের পরেই অবস্থান করছেন ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইল।



নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যান মার্টিন গাপটিল, কলিন মুনরো এবং ব্যান্ডন ম্যাককালাম আছেন যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে। নিউজিল্যান্ডের ওপেনার গাপটিল ৭৯ ম্যাচে ১০৩টি ছক্কা মেরেছেন। তাঁর স্বদেশী মুনরো ৫৬ ম্যাচে ৯৫ ছক্কার মালিক। আর ৭১ ম্যাচে ৯১ ছক্কা মেরেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ম্যাককালাম। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball