আকমল-রামদিনদের ছাড়ানোর দ্বারপ্রান্তে মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার (৩ নভেম্বর) স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। এই ম্যাচে আর মাত্র তিনটি ডিসমিসাল করতে পারলেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসাল করা উইকেট রক্ষকের তালিকার দুই নম্বরে উঠে আসবেন মুশফিকুর রহিম।
একই সঙ্গে তিনি ছাড়িয়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজের দীনেশ রামদিন এবং পাকিস্তানের কামরান আকমলকে। ৮১টি-টোয়েন্টিতে ৫৮ ডিসমিসাল করেছেন মুশফিক। যেখানে ৩০টি ক্যাচ এবং ২৮টি স্টাম্পিং রয়েছে চার নম্বরে থাকা এই উইকেটরক্ষকের।

তিন নম্বরে থাকা রামদিনও ৬৮ ম্যাচে ৫৮টি ডিসমিসাল করেছন। ম্যাচ কম খেলার কারণে মুশফিকের আগে অবস্থান করছেন তিনি। ৩৮টি ক্যাচ ধরার পাশাপাশি ২০ স্টাম্পিং করেছেন তিনি।
তালিকার দুই নম্বরে অবস্থান আকমলের। ৫৮ ম্যাচে ৬০টি ডিসমিসালের মালিক তিনি। তাঁর রয়েছে ৩২টি স্টাম্পিং করা ছাড়াও ২৮টি ক্যাচ ধরেছেন তিনি।
সর্বোচ্চ ডিসমিসাল করা উইকেটরক্ষকের তালিকায় শীর্ষে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। বলা যায় অনেকটা ধরা ছোঁয়ার বাইরেই আছেন তিনি। ৯৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯১টি ডিসমিসাল করেন তিনি। ৫৭টি ক্যাচের পাশাপাশি ৩৪টি স্টাম্পিং রয়েছে তাঁর।