দুঃসংবাদ শুনলো অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কনুইয়ের ইনজুরির কারণে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার এন্ড্রু টাইকে। গত ২৫ অক্টোবর প্রস্তুতি ক্যাম্প চলাকালীন ডান হাতের কনুইয়ে চোট পান ৩২ বছর বয়সী এই পেসার।
এরপর স্ক্যান রিপোর্ট থেকে জানা যায় অস্ত্রোপচার করতে হবে তাঁর। চিকিৎসকরা জানান অস্ত্রোপচার এবং পুনর্বাসন প্রক্রিয়া শেষে পুনরায় মাঠে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগবে টাইয়ের।

এর ফলে চলমান শ্রীলঙ্কা সিরিজের পাশাপাশি বিগ ব্যাশ লিগও মিস করবেন পার্থ স্কোরচার্সের এই বোলার। শ্রীলঙ্কার বিপক্ষে টাইয়ের পরিবর্তে স্কোয়াডে নেয়া হয়েছে ২৭ বছর বয়সী ডানহাতি পেসার শন অ্যাবটকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইয়ের ইনজুরি কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকে। কারণ মিডল এবং ডেথ ওভারে উইকেট নিয়ে চাপ সৃষ্টি করতে পারদর্শী ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা টাই।
বিগ ব্যাশে টাইয়ের অভাব বোধ করবে তাঁর দল পার্থ স্কোরচার্সও। পিঠের ইনজুরির কারণে এরই মধ্যে দল থেকে ছিটকে পড়েছেন জেসন বেহরেনডর্ফ। এবার টাইকেও পাচ্ছে না দলটি। সবমিলিয়ে বেশ বিপাকেই পড়েছে স্কোরচার্স।