শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ছিটকে গেল বাংলাদেশের মেয়েরা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হেরে নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী দলের ইনিংস। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক হর্ষিতা মাদাভির হাফ সেঞ্চুরিতে ৩৩.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে সাবধানী শুরু এনে দেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ইশমা তানজিম। ৯ রান করা ইশমা সাজঘরে ফিরলে তাদের ৭ ওভারে গড়া ২১ রানের জুটি ভাঙে।
এরপর রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন তিন নম্বরে নামা উইকেটরক্ষক নুজহাত তাসনিয়া। এরপর ১৫ রান করে মুর্শিদা রান আউট হয়ে ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ নারী দল।

অধিনায়ক শায়লা শারমিন এক প্রান্ত আগলে রেখে খেলেছেন। তবে রানের চাকা সচল রাখতে পারেননি তিনি। তিনি আউট হয়েছেন ৬৬ বলে ১০ রান করে। দলীয় ৫০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
টাইগ্রেসরা শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পেয়েছে ফাহিমা খাতুন ও শোভানা মুস্তারির ব্যাটে। ফাহিমা ২১ এবং শোভানা করেছেন ২৯ রান। তাছাড়া ১৯ রান এসেছে নাহিদার ব্যাট থেকে।
শ্রীলঙ্কার হয়ে ১৮ রান খরচায় তিনটি উইকেট নেন কাভিশা দিলহারি। ২টি করে উইকেট পেয়েছেন সত্য সন্দিপনি এবং উমেশা থিমাশিনি। বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা।
সেখান থেকে শ্রীলঙ্কার ইনিংস টেনে নেন তিন নম্বরে নামা হর্ষিতা। তাঁর ব্যাট থেকে আসে ৮৩ বলে ৫৩ রানের ইনিংস। এছাড়া ১৮ রান করেন থিমাশিনি। ১২ রান করে অপরাজিত থাকেন সন্দিপনি।
বাংলাদেশ নারী দলের হয়ে ৪১ রান খরচায় ৩ উইকেট নেন নাহিদা। ২টি উইকেট পেয়েছেন ফাহিমা। ১টি উইকেট গেছে মমতা হেনা হাসনাতের ঝুলিতে রবিবার শেষ হয়েছে নারী ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা।
গ্রুপ পর্বে ভারত দুই ম্যাচে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ একটি করে জয় পেয়েছে। রান রেটে পিছিয়ে থেকে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার ইমার্জিং নারী এশিয়া কাপের ফাইনালে লড়বে ভারত এবং শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৪৮.৩ ওভারে ১২৭/১০ (শোভানা ২৯, ফাহিমা ২১, নাহিদা ১৯, মুর্শিদা ১৫, শারমিন ১০; কাভিশা ৩/১৮)
শ্রীলঙ্কাঃ ৩৩.৪ ওভারে ১২৮/৬ (মাদাভি ৫৩, থিমাশিনি ১৮, সন্দিপনি ১২*; নাহিদা ৩/৪১)